
মো: শাহীন হাওলদার ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে বুধবার (২৪ ডিসেম্বর) আব্দুল মান্নান মোল্যা নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, স্থানীয় নান্নু মেম্বারের সমর্থকরা তার বাড়িতে ভাংচুর ও লুটপাট করেছে। মামলা দায়ের করার পর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে তার নামে মিথ্যা মামলা করার উদ্দেশ্যে।
আব্দুল মান্নান মোল্যা বলেন, তিনি কোনো ধরনের ঝামেলায় অংশ নেন না এবং তার ও পরিবারের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও সুরক্ষা চেয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্থানীয় জয়নাল প্রফেসরের চাপ ও গুজবের কারণে তার নামে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।