
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মাচ্চর আমীরাবাদ রেল স্টেশন এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে এই দুই নারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১️⃣ তিলকজান (৫০), স্বামী মো. নবির মন্ডল, সাং—ভাগজতচর, দৌলতপুর, কুষ্টিয়া।
২️⃣ কহিনুর বেগম (৪৮), স্বামী আসমত বেপারী, সাং—ক্রোফটনগর, দৌলতপুর, কুষ্টিয়া।
র্যাব জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও কুষ্টিয়া জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত তিলকজানের বিরুদ্ধে ৪টি এবং কহিনুর বেগমের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে।