
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের কানাইপুর বিসিক শিল্প নগরীতে বিদ্যুৎলাইনের তার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।
রবিবার সকালে নিপা প্লাস্টিক কারখানার পাশের ড্রেনে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কারখানার শ্রমিকরা। নিহতের নাম জাহিদ (বয়স জানা যায়নি)। ঘটনাস্থলে বিভিন্ন বৈদ্যুতিক তার ছড়িয়ে-ছিটিয়ে থাকতেও দেখা গেছে।
স্থানীয়দের ধারণা, রাতে বৈদ্যুতিক তার কাটতে গিয়ে জাহিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তিনি ড্রেনে পড়ে থাকেন।