
ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূ মঞ্জু রানী দাসের কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় মো. শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ (৩৮) এবং তার সহযোগী মো. রায়হান মোল্লা (২৫)কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, সুইচ গিয়ার, ক্ষুর, কাঁচি, চুরি করা মোটরসাইকেল ও ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাটি ২১ অক্টোবর ভোর ৬টায় উত্তর শোভারামপুর এলাকায় ঘটে। মামলাটি ফরিদপুর কোতয়ালী থানায় নথিভুক্ত হয়। র্যাব-১০ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করে ৩১ অক্টোবর গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মূল আসামি ডন শরীফের বিরুদ্ধে ইতোমধ্যে ডাকাতি, খুন, চুরি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।
র্যাব-১০ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। র্যাব জনগণের সহযোগিতা ও তথ্য প্রদানের মাধ্যমে অপরাধ দমনে প্রতিশ্রুতিবদ্ধ।