
মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বাণিজ্যিক কাজে ব্যবহারের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তি কাজী বজলু রহমান (৪৫), সদরপুর উপজেলার আটরশি গ্রামের কাজী আব্দুল হাকিমের পুত্র। রোববার (৪ জানুয়ারি) বিকেলে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো অনুমতি ছাড়াই ভেকু মেশিন ব্যবহার করে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছিলেন বজলু রহমান। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের ফসলি জমির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অভিযানের পর জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা প্রশাসক মো. সাদরুল আলম সিয়াম বলেন, “কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদে আনার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অবৈধ মাটি উত্তোলন বন্ধে এবং কৃষি জমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”