
মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার
ফরিদপুর সদর উপজেলার চর মাধবদী ইউনিয়নের বালুধুম দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শীত নিবারণের জন্য লেপ ও লেপের কভার বিতরণ করেছেন তরুণ স্বেচ্ছাসেবক খাইরুল ইসলাম রোমান।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি সরাসরি মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন। এসময় মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শীতের তীব্রতায় দরিদ্র ও এতিম শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়লেও, এ ধরনের মানবিক সহায়তা তাদের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে। লেপ ও কভার পেয়ে শিক্ষার্থীরা শীতের কষ্ট থেকে অনেকটাই মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
খাইরুল ইসলাম রোমান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। তিনি এক যুগ যাবৎ মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ তার মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে উল্লেখ করেন, এ ধরনের সহানুভূতিশীল সহযোগিতা শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার