
ক্রাইম রিপোর্টার: মো. শাহীন হাওলাদার
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে ২০১৬ সালের আতিয়ার হ’ত্যা মা’ম’লায় দীর্ঘ নয় বছর পর রায় ঘোষণা করেছে আদালত।
রায়ে মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ফকিরসহ মা’ম’লার সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রবিবার (৯ নভেম্বর ২০২৫) ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন।
মা’ম’লার সূত্রে জানা যায়, ২০১৬ সালে বাগাট ইউনিয়নের আতিয়ার মোল্লা নামের এক ব্যক্তিকে হ’ত্যা’র ঘটনায় নি’হ’তের পরিবার স্থানীয় বিএনপি নেতা রাকিব হোসেন চৌধুরী ইরানসহ কয়েকজনের বি’রু’দ্ধে মা’ম’লা দায়ের করে। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে অবশেষে আদালত আজ রায় দেন।
রায়ের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত ইরান চৌধুরী ও আব্দুর রহিম ফকিরের সমর্থকরা “আল্লাহু আকবার” ধ্বনি দিয়ে স্লোগান দিতে থাকেন। তারা এ রায়কে “ন্যায়ের জয়” বলে অভিহিত করেন।