
সংবাদদাতা: মো: শাহীন হাওলাদার
ফরিদপুর জেলার সালথা উপজেলায় ইঞ্জিনিয়ার মো. মিজান আহমেদের উদ্যোগে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলা এলাকার বিভিন্ন অংশের দরিদ্র, দুস্থ ও নিম্নআয়ের মানুষের হাতে কম্বলসহ অন্যান্য শীতবস্ত্র তুলে দেওয়া হয়। উপকৃত মানুষের মুখে আনন্দ ও কৃতজ্ঞতার হাসি ফুটে ওঠে।
ইঞ্জিনিয়ার মো. মিজান আহমেদ বলেন, “শীতকালে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবানদের উচিত মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই ইঞ্জিনিয়ার মো. মিজান আহমেদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশংসা করেন। স্থানীয়রা মনে করেন, শীতের এই দুঃসময়ে এমন উদ্যোগ অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে দাঁড়িয়েছে।