প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৮:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৩:৪০ অপরাহ্ণ
ফরিদপুরের সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মো: শাহীন হাওলাদার ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের মধুখালী উপজেলায় সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার, পবিত্র কুরআন শরীফ ও বিভিন্ন শিক্ষামূলক সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ সালাউদ্দিন মোল্লা। তিনি বলেন, “প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে পারলে সমাজে নৈতিকতা ও মানবিকতার বিকাশ ঘটবে।”
এসময় স্থানীয় শিক্ষক, অভিভাবক, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ ও তা জীবনে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
© All rights reserved 2025 Amar Sokal