
মোঃ মেহেদী হাসান, ফরিদপুর থেকে
ফরিদপুরের সালথায় মাটি পরীক্ষার মাধ্যমে সার সুপারিশ কার্ড বিতরণ এবং ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষকদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এই প্রশিক্ষণ আয়োজন করে ফরিদপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার, সহযোগিতা করেছে সালথা কৃষি সম্প্রসারণ বিভাগ। প্রশিক্ষণটি উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার “মধুমতি” ব্যবহার করে ৫০ জন কৃষকের মাটি পরীক্ষা করা হয় এবং ফলাফলের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়।
প্রধান অতিথি অ্যানালাইটিক্যাল সার্ভিসেস উইং-এর সম্মানী পরিচালক মো. জয়নাল আবেদিন বলেন, মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করলে সারের খরচ কম হয়, কৃষকের অর্থ সাশ্রয় হয় এবং পরিবেশও রক্ষা হয়। তিনি কৃষকদের মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগে উৎসাহিত করার আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার বলেন, মাটির গুণগত মান জানতে এবং সারের সুষম ব্যবহার নিশ্চিত করতে মাটি পরীক্ষার বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন, নিয়মিত মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করলে দেশের বার্ষিক ২০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব।
সভাপতির বক্তব্যে ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কিবরিয়া বলেন, এটি একটি উদ্বুদ্ধকরণ প্রোগ্রাম, যাতে কৃষকরা নিজ উদ্যোগে মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে পারেন। তিনি ভেজাল সার সনাক্তকরণ এবং সঠিক সার ব্যবহারের বিষয়ে পরামর্শ দেন।
প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন ঢাকা কেন্দ্রীয় গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূরুল হুদা আল মামুন ও এ.কে.এম জগলুল পাশা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উপপরিচালক সেলিনা তাসনীন খান, এসআরডিআই অ্যানালাইটিক্যাল সার্ভিসেস উইং-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছা. নাছরীন বেগম এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার।