প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
ফরিদপুরের শহীদুল ইসলাম বাবুলের পথসভায় জনতার ঢল

ফরিদপুরের শহীদুল ইসলাম বাবুলের পথসভায় জনতার ঢল
মো: শাহীন হাওলাদার ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গায় ধানের শীষের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর আজ বুধবার (৫ নভেম্বর) প্রথম পথসভা করেছেন ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শহীদুল ইসলাম বাবুল। দুপুরে অনুষ্ঠিত এই পথসভায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এতে পুরো পথসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মোঃ শহীদুল ইসলাম বাবুল বলেন, “এই নির্বাচনে ধানের শীষই হবে জনগণের মুক্তির প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”
তিনি আরও বলেন, “ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনবাসী পরিবর্তনের জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা নিয়েই আমরা বিজয় অর্জন করব।”
এসময় স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ নারী ও তরুণ ভোটাররাও উপস্থিত ছিলেন।
© All rights reserved 2025 Amar Sokal