
মোঃ মেহেদী হাসান
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪ সালথা, ফরিদপুর
ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যা মামলার প্রধান আসামী মোঃ রাজন মোল্লা (৩০)-কে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাজন মোল্লা ওই এলাকার মোঃ আলাউদ্দিন মোল্লার ছেলে।
সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে. এম. মারুফ হাসান রাসেল জানান—
উৎপল সরকারকে হত্যা করার ঘটনায় শুক্রবার গভীর রাতে নিহতের পরিবার থানায় মামলা দায়ের করে। মামলা হওয়ার পরই পুলিশ মাঠে নামে এবং একই রাতেই অভিযান চালিয়ে তেতুলিয়া গ্রাম থেকে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন—
আসামির হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন মোল্লা হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে বলে তদন্ত কর্মকর্তা জানান। বাকিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
মোঃ মেহেদী হাসান
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
সালথা, ফরিদপুর