প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
ফরিদপুরের বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

ফরিদপুরের বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
ফরিদপুরের বোয়ালমারীতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে ওয়াপদা মোড় এলাকায় এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। এসময় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশাকে কেন্দ্র করে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক দল এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনুর সমর্থক দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দল এখনও এই আসনে কোনো প্রার্থী ঘোষণা না করায় পরিস্থিতি আরও তিক্ত হয়ে ওঠে।
সংঘর্ষের সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। হারুন শপিং কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং কমপ্লেক্সের সামনে থাকা ১০-২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ফায়ার সার্ভিস আগুন নেভাতে এগিয়ে গেলেও বাধার মুখে ফিরে আসতে হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্যও আছেন বলে নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। তিনি জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনার পর স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
© All rights reserved 2025 Amar Sokal