
মোঃ মেহেদী হাসান
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর উত্তর চন্ডিবরদী বাসস্ট্যান্ড এলাকায় বল্লভদী ইউনিয়ন বিএনপি ও ওলামাদলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মজিবুর রহমান।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বেলায়েত হোসেন পিরু, শাহজাহান শরিফ, মুঞ্জু কাজী, বাবলু মোল্লা, ৩নং ওয়ার্ড মেম্বার ওহিদুল ইসলাম এবং মেম্বার শিউলি সুমন।
এছাড়া ওলামাদল ও যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ওলামাদল নেতা মিজান মোল্লা, যুবদল নেতা সাইফুল মুন্সি, লিটন মাতুব্বর, লিটন কাজী, টুটুল তালুকদার ও টুটুল মাতুব্বর প্রমুখ।
উত্তর চন্ডিবরদী এলাকার চারটি মসজিদের ইমামদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুকসুদপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু নাছের হুসাইন। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।