
ঢাকা, ৩১ ডিসেম্বর – ইঙ্কিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি যাচাই করে দেখা গেছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তি (এআই) দ্বারা তৈরি নয়।
ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট জানিয়েছে, ভিডিওতে ফয়সালের চেহারা, মুখভঙ্গি ও অন্যান্য বৈশিষ্ট্য বাস্তবের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। চারটি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করার পর ভিডিওটি এআই-জেনারেটেড নয় বলে নিশ্চিত করা হয়েছে। ভিডিওর কিছু ফ্রেমে ফয়সালের দাড়ি অদৃশ্য হওয়ার বিষয়টি মূলত ভিডিও রেকর্ডিংয়ের সময় ব্যবহৃত ফিল্টারের কারণে হয়েছে।
ভিডিওতে ফয়সাল দাবি করেছেন, তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তবে এই ভিডিওর মাধ্যমে তার অবস্থান যাচাই সম্ভব নয় এবং ফয়সাল নিজেও কোনো প্রমাণ দেখাননি।
অপরদিকে, ভিডিওতে ফয়সাল বলেছেন, হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে তিনি ছিলেন না। তবে দ্য ডিসেন্টের বিশ্লেষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অনুযায়ী, হত্যাকাণ্ডের সময় বাইকের পেছনে ছিলেন ফয়সাল করিম এবং বাইক চালাচ্ছিলেন তার সহযোগী আলমগীর শেখ।
ফয়সালের ভিডিওটি বাস্তব হলেও তার দেওয়া কিছু তথ্য ভুল বা মিথ্যা বলে দেখা গেছে।