ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ছিনতাই হওয়া ফোন ধাওয়া করে উদ্ধার করেছেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. রাইয়ান হোসেইন।
শনিবার (৯ আগস্ট) লাইভ ভিডিও করার সময় হঠাৎ এক ছিনতাইকারী তার হাতে থাকা অফিসের ফোন টেনে নিয়ে দৌড় দেয়। সঙ্গে সঙ্গে ধাওয়া করে ফোনটি উদ্ধার করেন তিনি।
ঘটনা সম্পর্কে রাইয়ান হোসেইন বলেন, “ভিডিও রেকর্ড করছিলাম, চোখের সামনে চিলের মতো টেনে ফোন নিয়ে দৌড় দেয়। আমিও ছাড়ার মানুষ না—জীবন থাকতে ফোন দেবো না। ফোন উদ্ধার করেই ছাড়লাম।”