
মোঃ সোলায়মান গনি উলিপুর উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরের এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল স্কাউট দলের সিনিয়র পেট্রোল লিডার মোঃ কাওছার ইসলাম কিরন অর্জন করতে যাচ্ছে স্কাউট আন্দোলনের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’। আগামী ৬ ডিসেম্বর ঢাকায় মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করবে সে।
দেশের সেরা ২০ স্কাউটের মধ্যে স্থান পাওয়া কিরন নেতৃত্ব, শৃঙ্খলা, সামাজিক সেবা এবং স্কাউটিং–সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে ধারাবাহিক সাফল্য দেখিয়ে নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের নির্বাহী পরিচালক শামিম আখতার আমিন বলেন,
“কাওছার আমাদের প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করেছে। তার এই অর্জন নতুন প্রজন্মকে স্কাউটিংয়ে আরও অনুপ্রাণিত করবে।”
স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন বলেন,
“কিরন অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ শিক্ষার্থী। তার সাফল্য আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের।”
নিজ অনুভূতি প্রকাশ করে কাওছার ইসলাম কিরন জানায়,
“প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাওয়া আমার জীবনের অন্যতম বড় স্বপ্ন ছিল। এই স্বীকৃতি আমাকে দেশের জন্য আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।”
কিরনের বাবা, ধামশ্রেনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার আমিনুল ইসলাম বাবু বলেন,
“ছোটবেলা থেকেই কাওছার দায়িত্বশীল এবং পরিশ্রমী। তার এ অর্জন আমাদের পরিবারের জন্য গর্বের।”
দেশের সেরা স্কাউটদের তালিকায় স্থান পাওয়া এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন—দুটি অর্জনই কাওছারের স্কুল, পরিবার এবং উলিপুরবাসীর জন্য এক গুরুত্বপূর্ণ সম্মান ও আনন্দের বিষয় হয়ে উঠেছে।