
মস্ত মিয়া বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামের এক যুবক। স্থানীয় তরুণী সুরমা আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তৈরি হয়েছে চাঞ্চল্য।
চীনের হোয়ানান প্রদেশের বাসিন্দা ওয়াং তাও (২৮)। তার বাবার নাম ওয়াং ইচাং চাও। অন্যদিকে, সুরমা আক্তার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
পরিবার সূত্রে জানা যায়, দেড় মাস আগে অনলাইন অ্যাপ ‘ওয়াল টক’-এর মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নেয়। দুই পরিবারের সম্মতিতেই সম্পর্কটি আনুষ্ঠানিক পরিণতি পেতে যাচ্ছে। আগামীকাল (রোববার) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তরুণীর পরিবার।
গতকাল রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াং তাওকে স্বাগত জানিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন সুরমার পরিবারের সদস্যরা। খবরটি ছড়িয়ে পড়লে চীনা যুবককে এক নজর দেখতে স্থানীয়রা ভিড় করেন।
সুরমার মা নুরেনা বেগম বলেন, ‘আমার মেয়ের ভালোবাসা পেতে সে চীন থেকে এসেছে। মেয়েকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণে রাজি হয়েছে।’
নাসিরনগর থানার কুন্ডা বিট অফিসার মো. জাহান-ই-আলম বলেন, ‘চীনা যুবক নাসিরনগরে এসেছে শুনে আমরা ঘটনাস্থলে যাই। তার পাসপোর্ট দেখে নিশ্চিত হয়েছি, তিনি সত্যিই চীনের নাগরিক। আমরা জেনেছি, আগামীকাল আদালতে গিয়ে তাদের বিয়ে হবে।’