প্রাথমিকে শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য থাকা প্রধান শিক্ষক পদে দ্রুততম সময়ে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠকে উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘শিক্ষার মান বৃদ্ধির জন্য যোগ্য প্রধান শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। অভিজ্ঞ ও তরুণ, উভয় ধরনের যোগ্য প্রার্থীকে সুযোগ দিতে হবে।’
ড. বিধান রঞ্জন রায় জানান, দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। ইতোমধ্যে এসব পদে নিয়োগ প্রক্রিয়া চলমান।
তিনি আরও বলেন, ‘শিক্ষার মান ভালো যেসব স্কুলে, সেগুলোতে প্রধান শিক্ষকের দক্ষতা ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বড় ভূমিকা রাখছে। পিছিয়ে থাকা স্কুলগুলোর জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে।’
প্রধান উপদেষ্টা সরকারি কর্ম কমিশনের (পিএসসি)-এর সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নের নির্দেশ দিয়েছেন।