প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনার পথে জামায়াতসহ ৮ দল
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
পাঁচ দফা দাবিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকালে রাজধানীর পল্টন মোড়ে তারা জমায়েত হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টার দিকে দলগুলোর নেতাকর্মীরা পল্টনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এরপর তারা মিছিল নিয়ে রওনা হন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে, যেখানে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করবেন বলে জানা গেছে।
দলগুলোর দাবির মধ্যে রয়েছে—
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি,
সংশোধিত আরপিও বহাল রাখা,
জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন,
আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে সংসদ নির্বাচন,
জাতীয় পার্টিসহ ‘ফ্যাসিবাদী কার্যক্রম’ নিষিদ্ধ করা।
এই আট দলের মধ্যে রয়েছে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।
দলগুলো জানিয়েছে, তাদের দাবিগুলোর বিষয়ে সন্তোষজনক অগ্রগতি না হলে আগামী ১১ নভেম্বর ঢাকায় বড় পরিসরের গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হবে।
