মাদারীপুরের শিবচর: প্রতি শনিবার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের উত্তরপাশে দীর্ঘ লাইন। লাইনের এক প্রান্তে পথচারী, ভ্যান চালক, ইজিবাইক চালক, আবার অন্য প্রান্তে যাত্রী। সকলের মুখে একই আনন্দ, একই প্রত্যাশা।
আমরা আমাদের জন্য:
এই লাইনের নাম 'আমরা আমাদের জন্য'। দেড় হাজারেরও বেশি তরুণ-তরুণী ও যুবক এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। প্রতি শনিবার দুপুরে তারা অসহায় মানুষদের বিনামূল্যে খাবার বিতরণ করে। মাটির পাত্রে পরিবেশন করা হয় ভাত, গরুর মাংস, ভর্তা ও ডাল। পানির জন্য স্থাপন করা হয়েছে গভীর নলকূপ।
এক মহৎ উদ্যোগের জন্ম:
এই মহৎ উদ্যোগের আয়োজক লিখন চৌধুরী। মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম ইলিয়াস আহম্মেদ চৌধুরীর মেঝ ছেলে তিনি। বছরখানেক আগে, মাদারীপুরের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্য্যনগর বাজারের সড়কের উত্তরপাশে শুরু হয় এই অসাধারণ উদ্যোগ।
সকলের কাছেই প্রিয়:
প্রতি শনিবার তিনশ' থেকে সাড়ে তিনশ' মানুষ এখানে খাবার খেতে আসেন। নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান সকলেই।
স্বেচ্ছাসেবকদের আত্মতৃপ্তি:
সংগঠনের স্বেচ্ছাসেবকরা বলেন, "বিনা পারিশ্রমিকে কাজ করে আমরা তৃপ্তি পাই।"
লিখন চৌধুরীর অঙ্গীকার:
লিখন চৌধুরী জানান, "মৃত্যুর আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে।"
আয়মান ইলিয়াস চৌধুরীর প্রত্যয়:
লিখন চৌধুরীর ছেলে আয়মান ইলিয়াস চৌধুরী বলেন, "বাবার চালু করা এই কার্যক্রম আমিও ধরে রাখতে চাই।"