
প্রতিবাদ আর দাঙ্গা এক নয়, আলোচনা অর্থহীন: খামেনি
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪।
ইরানজুড়ে চলমান বিক্ষোভকে ‘বিদেশি মদদপুষ্ট উসকানিদাতাদের কাজ’ বলে আখ্যা দিয়ে আরও ‘কঠোর দমন-পীড়নের’ আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিক্ষোভ শুরুর সাতদিন পর এ বিষয়ে এটিই তার প্রথম প্রকাশ্য বক্তব্য।রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
খামেনি বলেন, ‘কিছু উত্তেজিত লোক ও ভাড়াটে শত্রু ইসলাম ও ইরানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।’
তিনি আরও বলেন, প্রতিবাদ বৈধ, কিন্তু প্রতিবাদ আর দাঙ্গা এক নয়। কর্মকর্তাদের উচিত প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা। তবে দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলা অর্থহীন।
সাম্প্রতিক এই বিক্ষোভ নিয়ে শনিবার (৩ জানুয়ারি) খামেনির বক্তব্য ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। অর্থনৈতিক চাপ ও মুদ্রাবাজারের অস্থিরতার মধ্যে বিক্ষোভ আরও তীব্র হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, খামেনির বক্তব্য অতীতে ইরানজুড়ে আন্দোলনের সময় নেয়া তার অবস্থানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এর মধ্যে ২০২২ সালের ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলন এবং ২০১৯ সালের নভেম্বরের বিক্ষোভ উল্লেখযোগ্য।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ইরানে চলমান অস্থিরতার মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত আট বিক্ষোভকারী নিহত হয়েছেন।
এর আগে, ২০২২ সালের বিক্ষোভে ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশনসহ বিভিন্ন স্বাধীন সংস্থা ৬৮ শিশুসহ মোট ৫৫১ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছিল।