প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও দাবিতে অবস্থান কর্মসূচি
মোঃ মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার |
প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সারাদেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি, এমপিওভুক্তি ও অবকাঠামোগত উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে এ কর্মসূচি চলছে।
২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন জারি করে অনলাইনে আবেদন গ্রহণ করে। এতে মোট ২৭৪১টি প্রতিষ্ঠান আবেদন করে, যার মধ্যে যাচাই শেষে ১৭৭২টি প্রতিষ্ঠান স্বীকৃতি ও এমপিওর জন্য উপযুক্ত বিবেচিত হয়। তবে দীর্ঘদিনেও কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষক-কর্মচারীরা আবারও আন্দোলনে নামেন।
আগেও তারা ১৯ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে কর্তৃপক্ষের আশ্বাসে তা স্থগিত করেছিলেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আগামী ২৬ অক্টোবর ২০২৫, রবিবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তারা চান প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাধ্যমে শতভাগ শিক্ষানীতি বাস্তবায়ন ও সরকারের অঙ্গীকার পূরণে অবদান রাখতে।
প্রধান ৫ দফা দাবি:
সকল বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করা।
প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ।
বিশেষ শিক্ষার্থীদের মাসিক শিক্ষা উপবৃত্তি ৩,০০০ টাকা নির্ধারণ।
মিডডে মিল, শিক্ষা উপকরণ, খেলাধুলার সরঞ্জাম ও থেরাপি সেন্টার স্থাপন।
ভোকেশনাল শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রতিবন্ধী কোটায় চাকরি নিশ্চিত করা।













