
বগুড়া জেলার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পশ্চিম মহিষাবান মধ্যপাড়া গ্রামের মোঃ আবিদ হাসান জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী। হুইলচেয়ারই তার একমাত্র ভরসা। অথচ নিজের বাড়িতে ঢোকার জন্য পর্যন্ত নেই উপযুক্ত রাস্তা।
আবিদের বাবা আব্দুস সালাম জানান, প্রতিবেশীদের কাছে বহুবার অনুরোধ করেছেন যেন ছেলের চলাচলের জন্য সরু গলিপথটি কিছুটা প্রশস্ত করতে সহযোগিতা করেন। কিন্তু বারবার অনুরোধের পরও কোনো সাড়া মেলেনি।
শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনি লিখিত অভিযোগ করেছেন গাবতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর।
লিখিত আবেদনে আব্দুস সালাম উল্লেখ করেছেন, “আমার প্রতিবন্ধী ছেলেকে প্রতিদিন হুইলচেয়ারে করে ঘরে নেওয়া খুব কষ্টকর হয়ে পড়েছে। সরু গলির কারণে হুইলচেয়ার প্রায়ই আটকে যায়, দুর্ঘটনারও শঙ্কা থাকে। আমি আর কিছু চাই না—শুধু চাই, এই রাস্তাটি একটু প্রশস্ত করে দিলে যেন ছেলেকে নিরাপদে ঘরে নিতে পারি।”
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন, শারীরিকভাবে প্রতিবন্ধী আবিদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে যেন দ্রুত উদ্যোগ নেওয়া হয়।