
মাফিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
পরিবেশ, শিক্ষা ও সংস্কৃতি রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা নিয়মিতভাবে ক্যাম্পাসে নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আয়োজন—“প্লাস্টিক ফেরত দিন, গাছ উপহার নিন” কর্মসূচি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন প্রফেসর মোঃ মহীদুল হাসান, অধ্যক্ষ এবং গ্রীন ভয়েসের প্রধান উপদেষ্টা।
এ সময় শিক্ষার পরিবেশবান্ধব রূপান্তর ও তরুণদের ভূমিকা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, উপাধ্যক্ষ ও উপদেষ্টা
মোঃ আব্দুর রাশেদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও উপদেষ্টা
মোঃ তারিকুল ইসলাম, প্রভাষক, দর্শন বিভাগ ও উপদেষ্টা, গ্রীন ভয়েস
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আঞ্জারুল ইসলাম।
সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জুঁথি, সহ-সভাপতি আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান এবং সদস্য তানজিলা, সুমাইয়া, সাদিয়া, হালিমা, ফারজানা, মিলন, আবু হানিফ, হৃদয় হোসাইন, আসিফসহ আরও অনেকে সক্রিয়ভাবে অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে কলেজ ক্যাম্পাসে সংগৃহীত প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে ৩০০টি বৃক্ষ চারা বিতরণ করা হয়।
সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত চলা এই পরিবেশবান্ধব আয়োজন উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
আয়োজনে: গ্রীন ভয়েস – সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা।