
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য নিবন্ধনের সময়সীমা আবারও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করা যাবে।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করা হয়। পরদিন ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন কার্যক্রম। প্রথমে এই নিবন্ধনের সময়সীমা ছিল ২৫ ডিসেম্বর পর্যন্ত, পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। সর্বশেষ সিদ্ধান্তে আরও সময় বাড়িয়ে ৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ লাখ ৬২ হাজার ১৬৫ জন প্রবাসী পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. আতাউর রহমান সরকার বলেন,
“প্রবাসী ভাই-বোনদের অনুরোধ জানাচ্ছি, আপনারা আগামী ৫ জানুয়ারির মধ্যেই পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করুন।”