মোঃ মমিন আলী
স্টাফ রিপোর্টার নওগাঁ জেলা।
নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রাকিবুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ফায়ার সার্ভিস, বিডিআর, আনসার ভিডিপি, পল্লী বিদ্যুৎ ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে একই স্থানে ইউএনও রাকিবুল ইসলামের সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং সর্বজনীন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।