সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিভাগের পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কৌশলে কোটি টাকার বেশি চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, বাঘাবাড়ি ডিপো থেকে প্রতিদিন তেল আনা ২২০-২৫০টি ট্যাংক লরি থেকে ‘এক মুঠো ফাউন্ডেশন’-এর নামে ২০ টাকা এবং সংগঠনের নামে ৫০ টাকা করে আদায় করা হয়। এছাড়া হাইওয়ের পাশের পাম্প মালিকদের কাছ থেকে রোড ডিভাইডার সরানোর প্রতিশ্রুতিতে ৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। হাইকোর্টে রিটের খাতে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় দেখালেও কোনো পরিবর্তন দেখা যায়নি।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান এবং অশোভন আচরণ করেন। অভিযোগ রয়েছে, তিনি একক আধিপত্য বজায় রেখে ‘পকেট কমিটি’ গঠনের চেষ্টা করছেন এবং অফিস ভাড়ার নামে ভুয়া বিল দেখিয়ে অর্থ উত্তোলন করছেন।
সংগঠনের একাধিক সদস্য অনিয়মের তদন্ত ও স্বচ্ছ, গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।