
জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে।
শনিবার (১০ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টাব্যাপী ৫৩ বিজিবির বিশেষ টহলদল চারটি পৃথক অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে।
অভিযানকালে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ৬টি এবং ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি গরু জব্দ করা হয়। এছাড়া মাসুদপুর বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি এবং ওয়াহেদপুর বিওপি শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম থেকে আরও ২টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত ১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। পরবর্তীতে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। তিনি আরও জানান, শীত মৌসুমকে কেন্দ্র করে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।