
ভোলা প্রতিনিধি:
১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিঃ ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় বোরহানউদ্দিন থানা পরিদর্শন করেন। থানায় পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনের সময় পুলিশ সুপার থানার অফিস কক্ষ, ব্যারাক, মেস ও হাজতখানা পরিদর্শন করেন এবং থানার কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
থানার আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে পুলিশ সুপার উপস্থিত সুধীজন ও স্থানীয়দের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন, প্রশ্নোত্তর দেন এবং অফিসার ইনচার্জদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ, স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মিডিয়ার সংবাদিকবৃন্দ।