ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোর জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২০ অক্টোবর দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান।
এ সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরণ ও পরিসংখ্যান, মামলা রুজু ও নিষ্পত্তি অবস্থা, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত অগ্রগতি এবং অপরাধ দমনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন—
যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার,
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন,
অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল রাজিবুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল আহসান হাবীব,
সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল মো. ইমদাদুল হক,
সিআইডি, পিবিআই, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর এবং ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন)সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।