আমার সকাল ২৪ নিউজ ডেক্স।
গাজীপুরের শ্রীপুরে পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিলোমিটার টেনে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চালকসহ অটোরিকশাটি আটক করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কী ঘটেছিল?
মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলছিল। অভিযানের সময় এক অটোরিকশাকে থামানোর সংকেত দেওয়া হয়। চালক গাড়ি থামালেও পুলিশ চাবি নেওয়ার চেষ্টা করতেই দ্রুত গতিতে অটোরিকশা চালিয়ে দেন।
কনস্টেবল কমল দাস গাড়িতে উঠতে গেলে চালক গতি বাড়িয়ে দেন, ফলে তিনি গাড়ির পাশে ঝুলে পড়েন। চালক অনুরোধ উপেক্ষা করে আরও গতি বাড়িয়ে তাকে মহাসড়কে ফেলে দেওয়ার চেষ্টা করেন। প্রায় এক কিলোমিটার ঝুলে থাকার পর স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় চালককে আটক করা হয়।
চালকের পরিচয়
আটককৃত চালক জনি আহমেদ (২৪), ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশের বক্তব্য
মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে অভিযুক্ত চালককে ভালুকার জামিরদিয়া এলাকা থেকে আটক করা হয়। অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।