মো. আরফান আলী:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা শহর সমন্বয়ক কমিটি (TLCC)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌরসভা সভাকক্ষে আয়োজিত সভায় আগামী ৫ বছরের জন্য প্রায় ২৯০ কোটি টাকা (১৮৯.৬৮১ কোটি টাকা প্রাক্কলিত) উন্নয়ন বাজেট ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামালা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, পৌর উপ-সহকারী প্রকৌশলী নূর মোঃ শাহজাহান শাহ, পৌর প্রধান সহকারী নূর মোহাম্মদ চৌধুরী, হিসাব রক্ষক রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জেলার উন্নয়ন কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা ভবিষ্যতের উন্নয়ন কার্যক্রম সফল করতে সকলের সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। একই সময়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা নবনির্মিত পৌর পাঠাগার ও উপজেলা পৌরসভা পরিদর্শন করেন।