স্টাফ রিপোর্টার
শাহ মোহাম্মদ ইউনুস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ (৩ সেপ্টেম্বর ২০২৫) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সকালে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে উপজেলার নয় ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সমন্বয়ে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এছাড়া দেশব্যাপী দোয়া মাহফিল, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিএনপি নেতারা জানান, এ দিনে তারা শহীদ জিয়া ও গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। একই সঙ্গে জনগণের পাশে থেকে দেশ গঠনে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।