স্টাফ রিপোর্টার শাহ মুহাম্মদ ইউনূস
পিরোজপুর জেলার বিএনপি’র জেলা কমিটি গত রবিবার কেন্দ্রীয় কমিটি যে নতুন করে জেলা কমিটি গঠন করে সেখানে প্রবীন এবং অত্যন্ত ত্যাগী নেতা বারবার কারাবরণকারী জনাব মোঃ নজরুল ইসলাম খানকে আহবায়ক করে এবং যুগ্ম আহবায়ক হিসেবে জনাব এলিজা জামান কে এবং সদস্য সচিব হিসেবে জনাব সাইদুল ইসলাম কিসমত সাহেবকে সদস্য সচিব করে নতুন কমিটি উপহার দেন। নূতন কমিটির নেতৃবৃন্দ আজ ২৪ সেপ্টেম্বর বুধবার ঢাকা থেকে তারা নাজিরপুর এর উদ্দেশ্যে রওনা করে বিভিন্ন জায়গায় পথসভা করে সন্ধ্যা নাগাদ নাজিরপুর উপজেলায় পৌছান। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা শোভাযাত্রার মাধ্যমে নাজিরপুর এসে পৌঁছান এবং এখানে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত নেতাকর্মীরা নবনিযুক্ত কমিটিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন অবশেষে মাগরিব নামাজ বাদ সভা শেষ করে তারা িরোজপুরের উদ্দেশ্যে রওনা করে যান। এতে করে নেশা কর্মীদের মাঝে নতুন উদ্যমে তীব্র আসার সঞ্চার হয়।। আহ্বায়ক সাহেব সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন আমাদেরকে আগামী দিনে সকল মানুষের মধ্যে বিভেদ ভুলে গিয়ে মতপার্থক্য ভুলে গিয়ে মানুষের কাছে আমাদের দাওয়াতপৌঁছে দিতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে সততা ও স্বচ্ছতা দিয়ে আমাদেরকে আগামী দিনে দেশ গড়ার কাজে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।