স্টাফ রিপোর্টার মোঃ মাসুম বিল্লাহ
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) দেশের রাজনীতিতে নতুন ধারা তৈরিতে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আগামী ১৩ জুলাই ২০২৫, রবিবার এক বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে।
পিরোজপুর শহরের কেন্দ্রস্থল শহীদ মিনার চত্বরে আয়োজিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজ, পেশাজীবী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছে জেলা কমিটি।
এনসিপি নেতারা জানিয়েছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের চর্চা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি তার কর্মকৌশল ও কর্মসূচি জনগণের কাছে তুলে ধরবে এই সমাবেশে। এছাড়া সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার রূপরেখা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানানো হয়েছে।
পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সময়মতো সমাবেশস্থলে উপস্থিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে শক্তিশালী করতে একাত্ম হওয়ার অনুরোধ জানিয়েছেন।