
সংবাদদাতা: শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর)
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে রেল সেবাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর জংশন রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ আয়োজন করা হয়।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) লিয়াকত শরিফ খান। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় পরিবহণ কর্মকর্তা হাসিনা খাতুন, পার্বতীপুর ডিএমপি লোকোমোটিভ শাখার মঈন উদ্দিন সরকার এবং রেলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় সাধারণ যাত্রী ও স্থানীয় জনগণের কাছ থেকে টিকিট প্রাপ্তি, ট্রেনের সময়সূচি, স্টেশনের নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কিত মতামত নেওয়া হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবার মান আরও উন্নত করতে নিয়মিত এই ধরনের গণশুনানির আয়োজন করা হবে।