
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক মডেল বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় পলাশবাড়ী ইউনিয়নের বিদ্যালয় কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মিরাজ-ই মোস্তফা।
প্রধান অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টের চেয়ারম্যান রয়েল ভেন নেক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রঞ্জন কুমার মিত্র, পরিচালক, গণস্বাস্থ্য কেন্দ্র
মইনুল হক, কৃষি প্রশিক্ষক
রাধিকা বেগম ও আকলিমা বেগম, সমাজসেবক
বিদ্যালয়ের ফাউন্ডার মেম্বার উম্মল হাসিন,
তথা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অতিথিদের বক্তব্যে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের সার্বিক বিকাশে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও নিরাপদ পানি ব্যবস্থাপনার পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। তারা বলেন, এসব শিশুদের সম্ভাবনা বিকশিত করতে সমাজের সকল শ্রেণি–পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ২১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। পরে বিদ্যালয় মাঠে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়।