
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুরে মঙ্গলবার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেল ৫ টায় শহরের ঢাকামোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকামোড় কোচ স্ট্যান্ডে শেষ হয়। মিছিলে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনজুরুল আলম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফী প্রিন্স, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুরুল আজিজ পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্প্রতি বিএনপি দ্বিতীয় দফায় দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এতে দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। তবে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি এজেডএম রেজওয়ানুল হককে মনোনয়ন প্রদানের দাবিতে ৫ ডিসেম্বর থেকে এলাকায় নেতাকর্মীরা আন্দোলন করে আসছেন। বক্তারা দ্রুত মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন।