
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের বিএনপি প্রার্থী ও তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান পার্বতীপুরে নেতাকর্মীদের অফুরন্ত ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে শহরের পুরাতন বাজার থানা মোড়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাতের পর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা গ্রহণকালে ব্যারিস্টার কামরুজামান বলেন, “পার্বতীপুরের মানুষের প্রতি আমি চিরকৃতজ্ঞ। নির্বাচিত হলে উন্নয়নের প্রতিটি কাজে নিজেকে নিবেদিত রাখব। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ উপজেলার প্রধান সমস্যাগুলো সমাধানে কাজ করব। বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক মাঞ্জুর রশীদ, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশীদ সংগ্রাম, যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।