
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে টিএমএসএস পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা শাখা ও অঞ্চল অফিসের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্রাঞ্চ ম্যানেজার রবিউল ইসলামের সঞ্চালনায় এবং রিজিওনাল প্রধান মাহবুর রহমানের সভাপতিত্বে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ডিপুটি ডিরেক্টর সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর আইয়ুব উদ্দিন, আর এইচ এস ও রেজওয়ানুর রহমান, বিরামপুর জোনাল হেড জুয়েল হোসেন, শাখা ব্যবস্থাপক পাপ্পু মিয়া ও হেলথ অ্যাসিস্ট্যান্ট নুসরাত ফাতিহা প্রমুখ।
এ কার্যক্রমের আওতায় প্রাথমিক স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, স্বাস্থ্য শিক্ষা, মা-শিশু ও প্রবীণদের চিকিৎসা সেবা, নিরাপদ প্রসবে উদ্বুদ্ধকরণ, এবং হতদরিদ্র রোগীদের ১০ টাকায় চিকিৎসা ও স্বল্পমূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।