
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩নং রামপুর ইউনিয়নের জমির হাট দি-মুখী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পের নেতৃত্ব দেন দিনাজপুর-৫ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমপি পদপ্রার্থী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্সিয়াল নিউরোসার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ। তার সঙ্গে আরও ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল ১০টা থেকে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, চক্ষু, দন্ত, স্নায়ু ও হৃদরোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবা এবং ল্যাব পরীক্ষা করা হয়। প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ, শিশু, শিক্ষক ও শিক্ষার্থী এই সেবা গ্রহণ করেন। ফ্রি চিকিৎসা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন।