
পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
দুই ইটভাটার চিমনি উচ্ছেদ, জরিমানা আদায়
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালিয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পলাশবাড়ী ও হামিদপুর ইউনিয়নের তিনটি ইটভাটায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। উপস্থিত ছিলেন পার্বতীপুর সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজ এবং রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা।
হামিদপুর ইউনিয়নের ঢেরেরহাটে মেসার্স ভাই ভাই ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। পলাশবাড়ীর মেসার্স এ আর বি ব্রিকস ও হামিদপুরের মেসার্স সততা ব্রিকসের চিমনি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়।
অভিযানে সেনা, র্যাব-১৩, পার্বতীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অংশগ্রহণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল জানিয়েছেন, পরিবেশ সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।