“পাগল হাসান” এর স্মরণে মরণোত্তর সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শাহ্ ফুজায়েল আহমদ, মফস্বল সম্পাদক
সুনামগঞ্জের সংগীতাঙ্গনের প্রিয় মুখ, প্রয়াত গীতিকার ও সংগীতশিল্পী মোঃ মতিউর রহমান হাসান, যিনি ‘পাগল হাসান’ নামে পরিচিত ছিলেন—তার স্মরণে অনুষ্ঠিত হয়েছে মরণোত্তর সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “ফ্রেন্ডস টার্গেট”-এর আয়োজনে এই অনুষ্ঠান হয়। পাগল হাসান ছিলেন সুনামগঞ্জের প্রথম মিউজিক্যাল ব্যান্ড 'ফ্রেন্ডস টার্গেট'-এর উপদেষ্টামণ্ডলীর একজন গুরুত্বপূর্ণ সদস্য।
অনুষ্ঠানে তার অমর সৃষ্টি "জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন", "দুই নয়নে দেখলাম কত সুখের জোয়ার", "মরার আগে যাইবা মরিয়া", "আমি এক ইউষৃ বান্দা" সহ আরও অনেক জনপ্রিয় গান পরিবেশন করে তার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শহরের সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠনের সদস্য এবং পাগল হাসানের অসংখ্য ভক্ত ও শ্রোতা।
তারা বলেন, “হাসান ভাই শুধু একজন শিল্পী ছিলেন না, ছিলেন একজন প্রাণের মানুষ—তাঁর সৃষ্টিগুলো আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।”