
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
সোমবার (৯ ডিসেম্বর) পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে এতিম শিশুদের মাঝে শীতের কম্বল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আল মামুন মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, অফিসার ইনচার্জ নিয়ামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২০২৫–২৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এসব কম্বল ও শুকনা খাবার উপজেলার দুটি এতিমখানা মাদ্রাসার ৫০ জন এতিম শিশুর হাতে তুলে দেওয়া হয়।
শীতার্ত ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এমন মানবিক উদ্যোগ আরও বাড়ুক—এমনই প্রত্যাশা সবার।