স্টাফ রিপোর্টার
শাহ মুহাম্মদ ইউনুস
ঢাকা, ২ আগস্ট ২০২৫:
আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর পুরান পল্টন মোড়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দলটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করে জ্বালাময়ী বক্তব্য দেন।
নেতারা বলেন, গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা নিশ্চিত করতে অনতিবিলম্বে একটি নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং রাষ্ট্রের সংবিধান রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।
তারা বলেন, শুধুমাত্র নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার ও সংশোধন করতে পারে। অনির্বাচিত সরকার এ অধিকার রাখে না।
এছাড়া বেকার সমস্যা সমাধান, সম্পদের সুষম বণ্টন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার দাবি তোলেন তারা।