আহসান হাবীব গাইবান্ধা জেলা প্রতিনিধি:-
পলাশবাড়ী, ৩১ জুলাই: পলাশবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আজ বুধবার সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নুর আলম। তারাসহ উপজেলা প্রশিক্ষক মোঃ আব্দুল আউয়াল, উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ সুরভী আক্তার এবং বিভিন্ন ইউনিয়নের দলনেতা ও দলনেত্রীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোঃ নুর আলম বলেন, “বৃক্ষ মানুষের সেরা বন্ধু। এটি আমাদের পরিবেশকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পারি।”
তিনি আরো বলেন, “আমাদের দেশের বনভূমি ক্রমশ হ্রাস পাচ্ছে। এতে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। তাই আমাদের সকলকেই বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পলাশবাড়ী উপজেলা আনসার ও ভিডিপির এই প্রচেষ্টা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।