
আরিফ হাসান গজনবী, প্রতিনিধি (রামপাল), বাগেরহাট
বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাটি কিছুক্ষণের মধ্যেই রূপ নেয় বিশাল গণসমাবেশে।
সভাস্থলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে বিভিন্ন স্লোগানে। নেতাকর্মীরা দাবি করেন—এটি পরিবর্তনের এক জোরালো ঘোষণা।
জনসভায় বক্তৃতাকালে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন,
“এই জনসমুদ্র প্রমাণ করে—বাগেরহাট-৩ আর অন্যায় মেনে নেবে না। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে আজ থেকে শুরু হলো চূড়ান্ত লড়াই।”
তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে রক্ষা করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন—এই জনসভা কোনো সাধারণ সমাবেশ নয়, এটি পরিবর্তনের ঘোষণা। বক্তারা লায়ন ড. শেখ ফরিদুল ইসলামকে “সাহসী, সৎ ও আপসহীন” নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
সমাবেশ শেষে উপস্থিত জনতা পরিবর্তনের প্রত্যয়ে শপথ নেন এবং শান্তিপূর্ণভাবে সভাস্থল ত্যাগ করেন।