
প্রতিনিধি: মোঃ আমির হামজা, নাটোর
নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল সেন্টার বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজন করে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর, নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী। তিনি বলেন, “২৪–এর গণঅভ্যুত্থানের পর দেশবাসী আশা করেছিল সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু কিছু মহল পরিকল্পিতভাবে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বর্তমান সময়ে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি আগের চেয়ে বেশি দৃশ্যমান, যা সাধারণ মানুষকে হতাশ করছে।”
উনুস আলী আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমরা ক্ষমতায় এলে দেশে আর কোনো সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির স্থান থাকবে না।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, নলডাঙ্গা উপজেলা আমীর মোঃ আব্দুর রব মৃধা, ইউনিয়ন আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারি হান্নানুর রেজা ও স্থানীয় নেতাকর্মীরা। শেষপর্যন্ত শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।