প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ
পদ্মা সেতুতে দৈনিক আয় কত কোটি? জানালেন প্রধানমন্ত্রী
পদ্মা সেতুতে দৈনিক আয় ২ কোটি ১৮ লাখ টাকা: প্রধানমন্ত্রী
ঢাকা: বুধবার (৭ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, উদ্বোধনের পর গত ১৯ মাসে পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ১ হাজার ২৭০ কোটি ৮১ লাখ টাকা। আর দৈনিক গড় আয় ২ কোটি ১৮ লাখ টাকা।
আরও পড়ুন, খাঁটি মধু চিনব কীভাবে?
প্রধানমন্ত্রী বলেন:
- পদ্মা সেতু জাতির গর্ব ও সক্ষমতার প্রতীক।
- ২০২২ সালের ২৫ জুন সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং একই বছরের ২৬ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
- সেতু পারাপারকারী যানবাহন থেকে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত মোট এক হাজার ২৭০ কোটি ৮১ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে।
- এক বছরেই আয় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ১৬ হাজার টাকা এবং দৈনিক গড় আয় প্রায় দুই কোটি ১৮ লাখ টাকা।
আরও পড়ুন, ফ্রি টাকা ইনকামের ৫টি সহজ উপায়
পদ্মা সেতুর অর্থনৈতিক প্রভাব:
- দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে ঢাকাসহ পূর্বাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হয়েছে।
- বছরে শ্রমশক্তির প্রায় ১ দশমিক ৪ শতাংশের কর্মসংস্থান ঘটেছে।
- সারাদেশে দশমিক ৮৪ শতাংশ দারিদ্র্য হ্রাস পেয়েছে।
- জিডিপি প্রবৃদ্ধি- দক্ষিণাঞ্চলে ২ দশমিক ৫ শতাংশ এবং সামগ্রিকভাবে ১ দশমিক ২৩ শতাংশ।
প্রধানমন্ত্রী আরও বলেন:
- ট্রান্স এশিয়ান রেল ও সড়ক এ সেতুর মাধ্যমেই যুক্ত হবে।
- বাণিজ্য, শিল্পায়ন ও পর্যটন ত্বরান্বিত হবে।
- এরই মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক জীবনচিত্র পাল্টে গিয়ে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু এবং বিশ্বের দীর্ঘতম নদী সেতুগুলোর মধ্যে একটি।
© All rights reserved 2023 Amar Sokal